প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ বাড়ছে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাতে। এতে বাংলাদেশের চিকিৎসক ও দক্ষ সেবিকাদের কর্মসংস্থানের দ্বার উন্মোচন হবে বলে মনে করছেন প্রবাসী ব্যবসায়ীরা।
সংযুক্ত আরব আমিরাতে যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে স্বাস্থ্যসেবা নেয়া অনেক সময় প্রবাসী বাংলাদেশিদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বিদেশি ভাষায় কথা বলতে কিংবা রোগের বর্ণনা করতে না পারায় অনেক সময় সঠিক চিকিৎসা পান না তারা।
প্রবাসীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে তাই এবার এগিয়ে এসেছেন বাংলাদেশি তিন যুবক। তিন বন্ধুর বিনিয়োগে গড়ে উঠেছে ‘আমার ক্লিনিক’ হাসপাতাল। যেখানে স্বল্প খরচে চিকিৎসার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
আমিরাতে আজমানের সানাইয়ায় স্থাপিত এই স্বাস্থ্যকেন্দ্রে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশি প্রবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হবে। পাশাপাশি ওষুধ বিতরণ কার্যক্রমও হাতে নেয়া হয়েছে। আর্থিকভাবে অসহায় প্রবাসীদের যে কোনো সময় স্বাস্থ্যসেবা দেয়া হবে এখানে।
শারজাহ ও আজমানে দুটি চিকিৎসা কেন্দ্রে বর্তমানে বাংলাদেশি চিকিৎসকসহ ২০ জনের বেশি স্বাস্থ্যকর্মী কাজ করছেন। প্রবাসীদের কথা চিন্তা করে আগামীতে বিভিন্ন রোগের চিকিৎসা সেবায় আরও চিকিৎসক ও সেবিকা নিয়োগ দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে আমার ক্লিনিক হাসপাতাল কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
কাতারের শ্রম বাজার খোলার পূর্বাভাষ!
প্রবাসীরা আমাদের মাথার মুকুট: পরিকল্পনামন্ত্রী
সৌদি আরবে কর্মরত অবস্থায় মারা গেলেন দুই প্রবাসী
রেমিট্যান্সের প্রণোদনা ৪ শতাংশ করার দাবী আমিরাত প্রেসক্লাবের
বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে কুয়েত প্রবাসীদের আহ্বান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
