যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের (বিজি-২০১) একটি উড়োজাহাজের ডানা পাখির আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৪ আগস্ট) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে তিনি জানান, বার্ডহিটের কারণে একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিনিয়াররা উড়োজাহাজটি মেরামতে কাজ করছেন।
তিনি আরও বলেন, বিমানটি অবতরণের সময় পাখির আঘাতে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় যথাসময়ে বিমানবন্দর ছেড়ে যেতে পারেনি। সকাল ৯.৪০ এ বিমানটি যাত্রী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে ওসমানী বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। ইঞ্জিনিয়াররা গ্রিন সিগন্যাল দিলে ফ্লাইটটি আবারও উড্ডয়ন করবে। এই ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষমাণ বলেও জানান তিনি।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় বাড়ছে ম্যালেরিয়া, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
পাহাড় থেকে ৬ জনকে উদ্ধার করেছে ওমান পুলিশ
সৌদি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানালেন রাষ্ট্রদূত
ভাইরাল পাকিস্তানি যুবকের সঙ্গে দেখা করলেন দুবাইয়ের যুবরাজ
কাতারে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি পোশাকের চাহিদা, বিনিয়োগ বাড়াচ্ছে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
