মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিনই আসছে রেমিট্যান্স যোদ্ধাদের মৃত্যুর খবর। যার অধিকাংশ মৃত্যুই হয় সড়ক দুর্ঘটনা। গত রোববার (৭ আগস্ট) দিবাগত রাতে ওমানের রুয়ি হামিরিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের হাটহাজারী প্রবাসী মোহাম্মদ মোরশেদ (২২) নামে এক রেমিট্যান্সযোদ্ধা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাটহাজারীর ধলই ইউনিয়নের পশ্চিম এনায়েতপুর গ্রামের সিকদার পাড়ার হাদু গাজীর বাড়ির মোহাম্মদ মুছার ছেলে মোহাম্মদ মোরশেদ। পারিবারিক সূত্রে জানা গেছে, মোরশেদ গত ছয় বছর আগে ওমান গিয়েছিলেন। এ সময়ের মধ্যে একবারও বাড়িতে যাননি। সামনের বছর তার বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় তার আর বাড়ি যাওয়া হলো না। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে। তার মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে সকল প্রবাসীদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
আরো পড়ুন:
কাতার যাওয়ার পথে মারা গেলেন হাদিউল হক
বাংলাদেশকে ১৮ টি দামী ঘোড়া উপহার দিলো কাতার
বিমানবন্দরে প্রবাসীকে চর মারার ঘটনায় কাস্টম কর্মকর্তা বরখাস্ত
ওমানে আবহাওয়া নিয়ে ভুল তথ্য দিলে ৫০ হাজার রিয়াল জরিমানা!
ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
