করোনাকালীন এইসময়ে অনেকেই ওমান প্রবাসীদের সাথে নানা বিভ্রান্তিকর তথ্য এবং নানা গুজব ছড়াচ্ছেন। সম্প্রতি ওমান থেকে দেশে ফেরত আসার ব্যাপারে এবং ফ্লাইটের বিষয় নিয়ে কিছু ব্যক্তি কমিউনিটিতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পর ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষথেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ওমানে লক্ষ করা যাচ্ছে, কিছু কিছু ব্যক্তি বাংলাদেশে বিশেষ বিমানের মাধ্যমে লোক প্রেরণ করা হবে বলে প্রচারণা চালিয়ে সাধারণ প্রবাসী বাংলাদেশীদেরকে বিভ্রান্ত করছে এবং তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে । এই ক্ষেত্রে তারা উদ্দেশ্য মূলকভাবে বাংলাদেশ দূতাবাসের নামও ব্যবহার করছে ।
এই বিষয়ে সকল প্রবাসী বাংলাদেশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ওমান থেকে বিশেষ বিমানে সাধারণ বাংলাদেশীদের দেশে যাবার কোন ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি । এ ব্যাপারে কোন ব্যবস্থা হলে দূতাবাস থেকে যথা সময়ে নোটিশ দিয়ে জানানো হবে ।
আরও পড়ুনঃ ওমানে এনওসি প্রথা বাতিল
তাই এই ধরনের প্রচার-প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য এবং কারও সাথে টাকা লেনদেন না করার জন্য ওমান প্রবাসী সকল বাংলাদেশী ভাই-বোনদের বাংলাদেশ দূতাবাস মাস্কাটের পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদান্তে, মোহাম্মদ হুমায়ুন কবীর, কাউন্সিলর (শ্রম), মাস্কাট. সালতানাত অব ওমান।
আরও দেখুনঃ করোনা সঙ্কটেও ঈদের মাসে দেড় বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রবাসীদের
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
