ওমানের বেশকিছু অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাষ দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। রবিবার এক বিবৃতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, আল উস্তা ও ধোফার অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং বন্যার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এইসব অঞ্চলে।
এছাড়া দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ধোফার মরুভূমি অঞ্চলের উপর ঝড় বাতাস হওয়া অব্যাহত থাকবে। সোমবার দেশটিতে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এমতাবস্থায় নাগরিক ও প্রবাসীদের ঝুঁকিপূর্ণ অঞ্চল এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরো পড়ুন:
প্রবাসীদের কাছ থেকে বেশি দামে ডলার কিনছে ব্যাংক
কর্মী নেওয়া বন্ধ ঘোষণা করল মালয়েশিয়া!
সিলেটে উদ্ধার করা প্রবাসী পরিবারে আরেক জনের মৃত্যু
ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালো ওমান
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৫ জন আহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
