বিশ্বের সবচেয়ে দামী প্রাসাদ রয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। সম্প্রতি ফ্রান্স সফরে গিয়ে তার নিজ মালিকানাধীন সেই বিলাসবহুল প্রাসাদ শাতেউ লুইস ১৪ তে অবস্থান করছেন এমন খবর পাওয়া গেছে। প্রাসাদটি ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভেসিয়ানিসে অবস্থিত। ৭ হাজার বর্গমিটার জমির ওপর অবস্থিত এ প্রসাদে রয়েছে, একটি নাইটক্লাব, সোনার কারুকাজ খচিত ঝর্না, একটি ছোট আকারের সিনেমা হল এবং একটি বিশাল অ্যাকোরিয়াম। সেই অ্যাকোরিয়াম পরিদর্শনের জন্য একটি আন্ডারওয়াটার গ্লাস চেম্বারও রয়েছে। চেম্বারটি বহুমূল্য সোফা ও অন্যান্য আসবাবে সজ্জিত।
২০১০ সালে ফ্রান্সের রাজা চতুর্দশ লুইসের নামাঙ্কিত এই বাসভবনটির নির্মাণকাজ শুরু হয়। এই প্রাসাদটির সাথে জড়িয়ে রয়েছে খাসোগি পরিবার। ২০০৯ সালে ফ্রান্সের সরকারের কাছ থেকে জমিসহ দুর্গটি কিনে নিয়েছিলেন ফ্রান্সের অন্যতম শীর্ষ রিয়েল এস্টেট ব্যবসায়ী ইমাদ খাসোগি, যিনি সম্পর্কে জামাল খাসোগির চাচাত ভাই। প্রসাদের প্রথম মালিকও ছিলেন তিনি। ২০১৫ সালে ইমাদ খাসোগি ভবনটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলে ওই বছরই আন্তর্জাতিক জ্বালানি অনুসন্ধান ও বিপণন কোম্পানি শেলের মাধ্যমে ৩০ কোটি ডলারে সেটি কিনে নেন মোহাম্মদ বিন সালমান। মার্কিন বাণিজ্য সাময়িক ফরচুন সে সময় এই প্রাসাদটিকে বিশ্বের সবচেয়ে দামী বাসভবন বলে উল্লেখ করেছিল।
২০১৭ সালে শাতেউ লুইস ১৪’র নতুন মালিক হিসেবে নিজের নাম প্রকাশ করেন তিনি। এর আগ পর্যন্ত ২০১৫ সালে বিক্রি হওয়ার পর পর্যন্ত কেও এর মালিক সম্পর্কে জানত না। জ্বালানির সরবরাহ নিয়ে আলোচনা করতে গত ২৮ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ হয় ইমানুয়েল ম্যাক্রোর। এ সময় সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের পারমাণবিক প্রকল্পে লাগাম টানার বিষয়টিও দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়।
আরো পড়ুন:
দুই মাস বন্ধ থাকার পর ফের চালু হলো ই-পাসপোর্টের কার্যক্রম
বিকাশে সর্বোচ্চ রেমিট্যান্স এনে মোবাইল জিতলেন ৩০ জন
বাংলাদেশে খোলা জায়গায় মলত্যাগের শীর্ষে রংপুর
মালয়েশিয়া যাওয়ার পূর্ণাঙ্গ রূপরেখা জানাল বিএমইটি
দুই রুটে ভাড়া কমানোর ঘোষণা দিলো বিমান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
