সোনার হরিণের স্বপ্ন নিয়ে দুবাই যেয়ে অবশেষে নিথর দেহে দেশে ফিরতে হচ্ছে চট্টগ্রামের যুবক রাসেলকে। ভাগ্যের চাকা ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে গেলেও হঠাত থমকে যায় জীবন নামের রেল গাড়ি। জানাগেছে, মঙ্গলবার (২৬ জুলাই) সকালে দেশটির আজমান খলিফা হাসপাতালে স্ট্রোক করে মারা যান রাসেল। চট্টগ্রামের ফটিকছড়ির জাহানপুর গ্রামের মরহুম আব্দুল মোতালেবের ছেলে রাসেল।
পরিবারে তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। রাসেল শুরুতে আমিরাতের আল আইনের বাংলা বাজারের আল-আমিন হোটেল সংলগ্ন বাংলাদেশ মোবাইল ফোন শপ নামে একটি মোবাইলের দোকানে চাকরি করত। পরে দেশে এসে রাসেল বিয়ে করেন, তার সংসার জীবনে এক মাত্র কন্যা সন্তান রয়েছে। রাসেলের এমন মৃত্যুতে শোঁকের ছায়া নেমে এসেছে পরিবার ও সহকর্মীদের মাঝে।
আরো পড়ুন:
তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ভিসা নবায়নে জটিলতা
উন্মুক্ত স্থানে সূর্যের আলোয় কাজ করায় নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত
সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
পাকিস্তান হাইকমিশনে বাংলাদেশের পতাকা বিকৃতি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
