প্রবাসীদের রেমিটেন্সের উপর ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,দেশের উন্নয়নের পেছনের প্রবাসীদের ভুমিকা গুরুত্বপূর্ন বলে জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন । ফ্রান্সের রাজধানী প্যারিসের লাকর্নভে ইউরো বাংলা প্রেসক্লাবের প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর আস্থা রেখে। প্রবাসীরা যেনো বাংলাদেশে গিয়ে কোন হয়রানির শিকার না হয়। সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বার জানান। তিনি বলেন, প্রবাসীরা হচ্ছে আমাদের ‘রিয়েল হিরো’। এসময়, বিভিন্ন কাজে অবদান রাখায় কয়েকজন প্রবাসীকে প্রবাসবন্ধু ২০২২ পদক ভুষিত করা হয়।
আরো পড়ুন:
তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ভিসা নবায়নে জটিলতা
উন্মুক্ত স্থানে সূর্যের আলোয় কাজ করায় নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত
সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
পাকিস্তান হাইকমিশনে বাংলাদেশের পতাকা বিকৃতি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
