নারায়ণগঞ্জে একমাত্র সন্তানকে ফেলে রেখে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছেন প্রবাসীর স্ত্রী সুমি আক্তার (২৯)। এ ঘটনায় সোমবার (১৮ জুলাই) সুমি আক্তারের বড় জা আয়েশা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি গ্রামে গ্রামের সাইফুল ইসলাম ও তার ছোট ভাই তোফাজ্জল দীর্ঘদিন যাবত সৌদি আরবে থাকেন। সাইফুল ইসলামের স্ত্রী আয়েশা (৩২) এবং তোফাজ্জলের স্ত্রী সুমি আক্তার (২৯) একত্রে স্বামীর বাড়িতে থাকেন।
এদিকে স্বামীর অনুপস্থিতিতে একই গ্রামের মৃত হাসেম মেম্বারের ছেলে জিলানীর (৩৫) সঙ্গে সুমির পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। যদিও তারা দুজনেই বিবাহিত ছিলেন। সুমি এক সন্তানের জননী এবং জিলানী দুই সন্তানের জনক। সুমি একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সিদ্দিকের মেয়ে।
ঘটনার দিন সকালে সুমি স্বামীর সংসার এবং একমাত্র সন্তান ফেলে নিজের ও আয়েশার পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার, সংসারে থাকা নগদ ৮ লাখ টাকা টাকা এবং সুমির একাউন্টে থাকা স্বামী ও ভাসুরের পাঠানো ২ লাখ ৬০ হাজার টাকা তুলে নিয়ে পরকীয়া প্রেমিক জিলানীর হাত ধরে পালিয়ে যান।
এ ঘটনায় আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, ১৮ জুলাই আয়েশা বেগমের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়ুন:
৩০ যাত্রী নিয়ে উল্টে গেল বিমান
বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ থেকে মালামাল গায়েব
বিয়ের ৮ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী
প্রবাসে ভিন্নধর্মী উদ্যোগ, পর্তুগালে শিশুদের জন্য মক্তব উদ্বোধন
লাইট অফ হচ্ছিল বারবার, বিমানের ভেতরে সবার আধমরা অবস্থা!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
