সাদেক রিপন,কুয়েত থেকে
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সহসভাপতি ও সময় টিভির কুয়েত প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমান এর আকস্মিক মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত। শুক্রবার (১৫-জুলাই) দেশটির খাইতানস্থ রাজধানী প্যালেস হোটেলে সংগঠনের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ. হ জুবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শ্রম মোহাম্মদ আবুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুতফর রহমান মোকাই আলী, জনতা গ্রুপের চেয়ারম্যান আবুল কাসেম, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী জুবায়ের সহ কুয়েত প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সাংবাদিক মিজান দেশে ছুটিতে এসে গত ৮ জুলাই দিবাগত রাত দুইটার দিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার বনশ্রীর নিজ বাসায় মারা যান। জ্যেষ্ঠ এই সাংবাদিক কুয়েতে দীর্ঘ দুই যুগের বেশি সময় প্রবাস জীবন অতিবাহিত করার পাশাপাশি দেশ বিদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে জড়িত ছিলেন।
আরো পড়ুন:
কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
মালয়েশিয়াগামী বাংলাদেশিদের জন্য সুখবর
বিশ্বের সবচেয়ে দামি স্থাপনা মসজিদে হারাম
ওমান সাগরের উত্তাল ঢেউয়ে বাবা-ছেলের মৃত্যু
ওমানে সেলফি তুলতে তুলতে মারা গেলেন দুই পর্যটক
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















