দীর্ঘদিন লকডাউনের পর অবশেষে আগামী শনিবার থেকে ওমানের মাতরাহ অঞ্চলে বন্ধ হচ্ছে লকডাউনের নির্দেশনা। তবে অবশ্যই তাদের কিছু স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে চলতে হবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির সুপ্রিম কমিটি এই তথ্য জানান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. সাইফ আল আব্রি বলেন, “করোনা সংক্রমণের মহামারী রোধে মাতরাহতে গত ১ এপ্রিল লকডাউন শুরু হয়েছিল, তবে অঞ্চলটিতে বর্তমানে করোনা সংক্রমণের হার কমে আসায় এই লকডাউন তুলে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সুপ্রিম কমিটি। গতকাল পর্যন্ত এই অঞ্চলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা চার হাজার। করোনা মহামারী থেকে কিছুটা উন্নতি লাভে আল-হামরিয়াহ, মাতরাহ সুক ও এর আশেপাশের কিছু অঞ্চলের সাথে মাতরাহ অঞ্চলের লকডাউন ধীরে ধীরে প্রত্যাহার করা হবে।
আরও পড়ুনঃ ওমানে হোটেলের জন্য নতুন নির্দেশনা পর্যটন মন্ত্রণালয়ের
মাতরাহতে লকডাউন বন্ধ হলেও সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হয়েছে। এরপর কোনো প্রতিষ্ঠান খোলা থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত গণপরিবহন ও ট্যাক্সিগুলির খোলার অনুমতি দেওয়া হয়নি। একই সাথে কেউ মাতরাহ ছেড়ে বা বাহির থেকে কেউ এই অঞ্চলে আসার অনুমতি মেলেনি।
https://www.youtube.com/watch?v=j8h_tu4CmCY
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
