ওমানে অব্যাহত ভারী বর্ষণে নাকাল জনজীবন। কয়েকদিনের টানা বর্ষণের ফলে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে বেশকিছু অঞ্চলে। আজ দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দুইদিন অব্যাহত থাকতে পারে এই ভারী বর্ষণ। সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত দেশটির বেশকিছু এলাকায় প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও বেশকিছু অঞ্চলে ২০ থেকে ৮০ মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। এসময় নাগরিক ও প্রবাসীদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সেইসাথে ওয়াদি অঞ্চল পারাপার না হতে সবাইকে অনুরোধ জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
আজ ওমান সাগর উত্তাল থাকবে এবং এর প্রভাবে মাস্কাট, উত্তর ও দক্ষিণ আশ শারকিয়া, আল দাখিলিয়া, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ প্রদেশে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একইসাথে বুরাইমি, আল দাহিরাহ, আল উস্তা এবং ধোফার প্রদেশে ২০ থেকে ৮০ মিলিমিটার পর্যন্ত ভারীবৃষ্টির সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরব সাগরের পানি সাড়ে ৪ মিটার উচ্চতায় উঠতে পারে। উপকূলীয় অঞ্চলে বসবাসরত সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাগরে মাছ ধরতে নিষেধ করা হয়েছে। এখন পর্যন্ত বৃষ্টির পানিতে আটকেপড়া শিশুসহ চারজনকে উদ্ধার করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা ও অ্যাম্বুলেন্স অথরিটি।
এদিকে আজ দেশটির আল দাখিলিয়াহ প্রদেশের আল হামরার একটি উপত্যকা থেকে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। উক্ত প্রবাসী এশিয়ান নাগরিক বলে জানালেও তিনি কোন দেশের নাগরিক তা জানায়নি কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
সোনার হরিণের আশায় দুবাই যেয়ে ফুটপাতে ঘুমাচ্ছেন প্রবাসীরা
হাজিদের নিরাপত্তায় মক্কায় সামরিক বাহিনীর মহড়া
ওমানে বৃষ্টির সময় সতর্কতা অবলম্বনের আহ্বান
বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন
ওমানি যুবকের প্রশংসায় নেট দুনিয়া
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
