সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী পন্যের বিক্রয় বাড়ানো এবং পন্য প্রদর্শনে উৎসাহিত করছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই। সম্প্রতি মিশন কর্মকর্তারা ইবনে বতুতা মলে জেন্টেল পার্কের শোরুম উদ্বোধন ও পরিদর্শন করেছেন।এ সময় মিশন কর্মকর্তারা বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে প্রতিষ্ঠান কর্মচারীদের উৎসাহিত করতে মালিকপক্ষকে আহ্বান জানান।
ইউরোপ-আমেরিকার পর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের সরবরাহ ও বিক্রয় বাড়ানোর উপর মনোযোগ দিয়েছে প্রবাসী ব্যবসায়ীরা।মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি কাঁচামালের পাশাপাশি বর্তমানে গার্মেন্টস পণ্যের দিন দিন চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এসব দেশগুলোতে বাংলাদেশী উন্নত মানের গার্মেন্টস পণ্য কে এখন পৃথিবীর অন্যতম ব্র্যান্ড হিসেবে দেখছেন বিদেশী ক্রেতারা।বর্তমানে দুবাইতে বাংলাদেশি কোম্পানির জেন্টাল পার্ক বাংলাদেশের সেরা ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছেন।
এই বিষয়টিকে মাথায় রেখে আমিরাতের বাংলাদেশ কন্সূলেট ব্যবসায়ীদের উৎসাহ প্রদানে উদ্যোগী হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা শফিং মল ইবনে বতুতা মল পরিদর্শন করেন। এ সময় এই মিশন কর্মকর্তা বাংলাদেশের ব্র্যান্ডিং পোশাক বিক্রয় কেন্দ্র জেন্টেল পার্কের নতুন শো রুমের উদ্বোধনসহ বিক্রয় বাড়ানোর জন্য উৎসাহ প্রদান করেন।পাশাপাশি বাংলাদেশি প্রতিষ্ঠানে বাংলাদেশি শ্রমিকদের জায়গা করে দেওয়ার আহ্বান জানান তারা।
মধ্যপ্রাচ্যের বুকে বাংলাদেশি কোয়ালিটি পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পেলেও, বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।ফলে পণ্য রপ্তানিতে দীর্ঘ সময় পার হওয়ায় পন্যের মূল্য নির্ধারণেও নানা সমস্যা দেখা দে ।তাই বাংলাদেশ থেকে দ্রুত আমিরাতে পণ্য আমদানি করতে সরাসরি জাহাজ যোগাযোগ স্থাপনের আহবান জানান ব্যবসায়ীরা।
আরো পড়ুন:
সোনার হরিণের আশায় দুবাই যেয়ে ফুটপাতে ঘুমাচ্ছেন প্রবাসীরা
হাজিদের নিরাপত্তায় মক্কায় সামরিক বাহিনীর মহড়া
ওমানে বৃষ্টির সময় সতর্কতা অবলম্বনের আহ্বান
বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন
ওমানি যুবকের প্রশংসায় নেট দুনিয়া
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
