ওমানে নবনিযুক্ত রাষ্ট্রদূত নাজমুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি এসোসিয়েশনের নেতৃবৃন্দ। ২৯ জুন মাস্কাট বাংলাদেশ দূতাবাসে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন চৌধুরী সিআইপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সাক্ষাতে অংশগ্রহণ করেন।
প্রথমেই উপস্থিত নেতৃবৃন্দ প্রবাসীদের কল্যাণে অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অভিহিত করেন। সম্পূর্ণ অর্থায়নে মধ্যপ্রাচ্য থেকে প্রবাসীদের মৃতদেহ বাংলাদেশে প্রেরণ, সম্প্রতি সিলেটে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ, চট্টগ্রাম সীতাকুণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার ব্রিগেডের পরিবারের কাছে আর্থিক অনুদান প্রদান সহ সারাবিশ্বে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে রীতিমত যোগাযোগ করে আসছে সংগঠনটি। এসময় ওমান প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন ইয়াসিন চৌধুরী।
স্বাক্ষাতাকারে উপস্থিত ছিলেন দূতাবাসের হেড অব চেন্সরি মিজ মৌসুমী রহমান, দূতাবাসের প্রথম সচিব রওশন আরা পলি, সংগঠনের সহ-সভাপতি শাহজাহান মিয়া সিআইপি ও ইঞ্জিনিয়ার আশরাফ সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতারা। রাষ্ট্রদূত তাদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে ভবিষতে প্রবাসীদের কল্যাণে সবাই এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
আরো পড়ুন:
প্রবাসীদের নিয়ে জাতীয় সংসদে দাবী তুললেন এমপি নিক্সন
ওমানে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ডের রায়
প্রধান শ্রমবাজারের রেমিট্যান্স কমছে আশঙ্কাজনক হারে
রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের যে ৪ টি বিষয় জানা জরুরি
ইউরোপের বাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
