খুব শীঘ্রই ওমান থেকে রাশিয়ায় ফ্লাইট চলাচল চালু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ওমানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ইলিয়া মরগুনভ। রাশিয়ান ট্রাভেল ডাইজেস্টের প্রকাশিত এক প্রতিবেদনে রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন আশা করা যাচ্ছে খুবদ্রুতই ওমান থেকে সরাসরি রাশিয়ায় বিমান চলাচল শুরু হবে। দুদেশের পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে দুদেশ।
রাশিয়ান রাষ্ট্রদূত আরও বলেন, চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসেই শুরু হবে এ বিমান চলাচল ব্যবস্থা। দেশটির পর্যটন সম্ভাবনা ভাল থাকায় মূলত এ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। নতুন এই সিদ্ধান্তে ওমান সরকারও একমত হবে এমনটি প্রত্যাশা করছে রাশিয়া।
প্রতিবেদনে বলা হয় ওমানের করোনা সময়কালেও রাশিয়ান পর্যটকদের জন্য উন্মুক্ত ছিল। তারপরে প্রক্রিয়াটি বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয়েছিল। তবে আশা করা যাচ্ছে দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
