দীর্ঘ দুটি বছর করোনার সাথে যুদ্ধ করে অবশেষে মহামারী এই ভাইরাসের যাবতীয় করোনাবিধি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। রোববার (২২ মে) করোনা নিয়ন্ত্রণে ওমান সরকারের সর্বোচ্চ কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ওমান নিউজ এজেন্সি।
‘কোভিডের সঙ্গে বসবাস’ নীতির আওতায়ই এই পদক্ষেপ নিচ্ছে ওমান সরকার এমনটি মনে করছেন অনেকেই। সুপ্রিম কমিটির এই ঘোষণার ফলে এখন থেকে দেশটিতে করোনার কোনো বিধিনিষেধ আর রইলোনা। করোনার পূর্বের ন্যায় মানুষ স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারবে।
তবে দেশটির নাগরিক ও প্রবাসীদের করোনা বিধিনিষেধ সম্পর্কে পুরোপুরি উদাসীন না হয়ে ব্যক্তিগত পর্যায়ে যতখানি সতর্কতা মেনে চলা সম্ভব— তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যারা এখনও টিকার ডোজ নেননি, তাদেরকে দ্রুত টিকা নেওয়ার জন্য বলা হয়েছে।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি ইউরোপের প্রথম দেশ হিসেবে করোনার সকল বিধিনিষেধ তুলে নেয় যুক্তরাজ্য। যেখানে বাজার, গণপরিহন, কর্মস্থল ও অন্যান্য জনসমাগমপূর্ণ স্থানে বাধাহীন ভাবে যাতায়াত করতে পারবেন। যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে আনুষ্ঠানিকভাবে বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দেন বরিস জনসন।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
