ওমানে উচ্চ তাপমাত্রার কারণে দুপুরে নির্মাণ শ্রমিকদের কাজ করতে নিষিদ্ধ করেছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়। সোমবার ওমান টিভির অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে: “ওমানের জনশক্তি মন্ত্রণালয় জুন, জুলাই মাসের বেলা সাড়ে ১২ টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত নির্মাণ সাইট বা উচ্চ তাপমাত্রা সহ খোলা জায়গায় কাজ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।”
আরও পড়ুনঃ ওমানের সিবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা
উল্লেখ্য: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রতি বছর জুন জুলাইতে উচ্চ তাপমাত্রা থাকে, প্রায় ৪০ থেকে ৫২ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা থাকে এই সময়কালে। এমতাবস্থায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় জুন, জুলাই মাসে বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা নাগাদ খোলা স্থানে কাজ করা নিষিদ্ধ। কোনো কোম্পানি এই আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
