নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন তথা বাংলাদেশ সরকারের সক্রিয় উদ্যোগ ও প্রচেষ্টায় ভারতে আটকে পড়া আরও ১৬৬ জন বাংলাদেশিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ নিয়ে ভারতে আটকে পড়া মোট ৯৯৬ জন বাংলাদেশিদের ৬ টি বিশেষ ফ্লাইটে চেন্নাই ও দিল্লি থেকে দেশে আনা হলো। নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে ফেরা বাংলাদেশিদের মধ্যে চেন্নাই থেকে ৫ টি ফ্লাইটে ১৯ জন শিশুসহ মোট ৮৩৩ জন এবং দিল্লি হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১ শিশুসহ মোট ১৬৩ জন রয়েছে। এর মধ্য দিয়ে ভারতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশি রোগীদের একটি বড় অংশ দেশে ফিরল।
উল্লেখ্য, ভারতব্যাপী সকল ধরনের পরিবহন বন্ধ থাকলেও নয়া দিল্লিস্থ হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের অনুরোধে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়ে সাড়া দেয় ভারত সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















