ওমানের নির্মাণ খাতে বাড়ছে প্রবাসী কর্মীর সংখ্যা। সম্প্রতি দেশটির ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশনের তথ্য অনুসারে দেশটিতে কর্মরত প্রবাসী কর্মীদের প্রায় ২৫ শতাংশেরও বেশি শ্রমিক নির্মাণ খাতের সাথে যুক্ত রয়েছেন। দেশটিতে মোট পাঁচটি অর্থনৈতিক খাতের মধ্যে এ খাতটিতে সবচেয়ে বেশি প্রবাসী কর্মী কর্মরত রয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশটির বেসরকারি খাতে কর্মরত প্রবাসী সংখ্যা প্রায় ১৪ লাখ ৪৯ হাজার ৩৫৮ জন। যা মোট কর্মশক্তির ৭৪.৩ শতাংশ। দেশটিতে বর্তমানে মোট প্রবাসীর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ।
পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের প্রথম প্রান্তিকের শেষে দেশটির নির্মাণ খাত, পাইকারি ও খুচরা বাণিজ্য, মোটর গাড়ি ও মোটরসাইকেল মেরামত, উৎপাদন শিল্প, গৃহস্থালির কার্যক্রম, বাসস্থান ও খাদ্য পরিষেবায় মোট প্রবাসী শ্রমিকের সংখ্যা বেড়েছে। বর্তমানে এ খাতগুলোতে প্রবাসী শ্রমিকের সংখ্যা রয়েছে ১৭ লাখ ৬৬ হাজার ৪২৬ জন।
পরিসংখ্যানে আরও বলা হয়েছে, নির্মাণ খাতে বর্তমানে প্রবাসী শ্রমিকের সংখ্যা রয়েছে ৩ লাখ ৭৩ হাজার ১৮৪ জন। যা গতবছর ছিলো ৩ লাখ ৫৩ হাজার ৫৪৮ জন। গতবছরের তুলনায় এ সেক্টরে সাড়ে শতাংশ প্রবাসী কর্মী বৃদ্ধি পেয়েছে। এছাড়াও অন্যান্য খাতগুলোতে প্রবাসী শ্রমিকের সংখ্যা গতবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে প্রায় ৪.৭ শতাংশ।
দেশটির উৎপাদন খাতে বর্তমানে প্রবাসী কর্মী রয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৮৩৮ জন। যা গতবছর ছিলো ১ লাখ ৭১ হাজার ২৯৬ জন। এছাড়াও গৃহস্থালি কাজে বর্তমানে প্রবাসী কর্মী রয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৯ জন যা গতবছর ছিলো ১ লাখ ৭৯ হাজার ৮৭৬ জন। বাসস্থান ও খাদ্য পরিষেবা বর্তমানে কর্মী প্রবাসী কর্মী রয়েছেন ১ লাখ ১০ হাজার ৭২ জন। যা গতবছর ছিলো ১ লাখ ৩ হাজার ৪৭১ জন।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
