ওমানের সালালাহ নগরীতে সড়ক দুর্ঘটনায় আবদুর রহিম (২৫) নামের এক বাংলাদেশি মারা গেছেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় ওমানের সুলতান কাবুস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত প্রবাসী আবদুর রহিম কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আজ শুক্রবার নিহতের বড় ভাই আবদুর রহমান শিপন ওমানে দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবদুর রহিম সালালাহ নগরীর সড়কে গাড়িচাপায় আহত হন। পরে প্রবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
শিপন আরও জানান, তিনমাস আগে ওমান পাড়ি দেন আবদুর রহিম। তার দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে।
মুছাপুর ৩ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার শেখ ফরিদ জানান, আবদুর রহিম ছেলে হিসেবে অত্যন্ত ভালো ছিল। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
স্বামীকে ফিল্মিস্টাইলে অপহরণ করলেন স্ত্রী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
