ইয়েমেনে সাত বছর ধরে চলা গৃহযুদ্ধ অবশেষে ওমানের মধ্যস্থতায় অবসানের দ্বারপ্রান্তে। দেশটিতে উঁকি দিচ্ছে শান্তির সূর্য। ইতিমধ্যেই ক্ষমতা হস্তান্তর করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। এই কাউন্সিলের নেতৃত্ব দিচ্ছেন রাশাদ আল-আলিমি।
এদিকে প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে ইয়েমেনের রাজনৈতিক সংকট সমাধানের পথ উন্মুক্ত হবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ। একইসঙ্গে বাংলাদেশ উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রত্যাশা করে।
চলতি মাসের শুরুর দিকে ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি তার ডেপুটিকে বরখাস্ত করার পাশাপাশি তিনি প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। উল্লেখ্য: সউদী আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহী গ্রপের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওমান। রিয়াদ, ওয়াশিংটন এবং জাতিসংঘের সাথে এই সঙ্কটের ব্যাপক রাজনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে মাস্কাট।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
স্বামীকে ফিল্মিস্টাইলে অপহরণ করলেন স্ত্রী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
