সাদেক রিপন, কুয়েত
কুয়েতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী মারা গেছেন। সোমবার (২৫-এপ্রিল) সকালে কুয়েতের ৭ নম্বর রিং রোডে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে একটি ময়লার ট্রাক উল্টে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হয়।
জানাগেছে, স্থানীয় সময় সকালে মরুভূমিতে ময়লা ফেলে আসার পর কুয়েতের ব্যস্ততম সড়ক আবু ফাতিরা থেকে কোস্টাল এলাকাগামী ৭ নম্বর রিং রোডে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ময়লার গাড়িটি ওল্টে যায়।
এসময় ঘটনাস্থলে প্রাণ হারায় দুই প্রবাসী। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তাদের মরদেহ স্থানীয় মর্গে রাখা আছে বলে জানাগেছে।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
স্বামীকে ফিল্মিস্টাইলে অপহরণ করলেন স্ত্রী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
