ভ্রমণ ভিসায় সংযুক্ত আরব আমিরাতে যেয়ে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দেশটির প্রশাসন। রমজান উপলক্ষে সাধারণ নাগরিকদের সতর্কতা ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে দেশটির ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িতদের ধরপাকড় চলছে। ইতিমধ্যেই আবুধাবি, দুবাই, শারজাহসহ সকল প্রাদেশিক শহরে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িতদের উপর নজরদারি বাড়ানো হয়েছে।
এর মধ্যে শারজাহ প্রদেশে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার অপরাধে তিনজনকে আটক করা হয়েছে। গত ২০ এপ্রিল শারজাহ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তিনজনের কাছ থেকে যথাক্রমে ৪৪ হাজার, ৯ হাজার ও ১২ হাজার দিরহাম পাওয়া গেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।
একই অপরাধে আরও ৯৪ ভিক্ষুককে আটক করেছে শারজাহ পুলিশ। এদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ২৯ জন নারী রয়েছে। ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত এই ৯৪ জনের অধিকাংশই ভিজিট ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেছে বলে জানিয়েছে পুলিশ।
শারজাহ অঞ্চলের ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণকারী দলের প্রধান লেফটেন্যান্ট কর্নেল জসিম মোহাম্মদ বিন তালিয়া গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশ অপরাধী ভিজিট (ভ্রমণ) ভিসা নিয়ে আমিরাতে প্রবেশ করেছে। কেউ কেউ এই পবিত্র মাসে দ্রুত মুনাফা অর্জনের জন্য এই কাজটি করে যাচ্ছে বলেও জানান তিনি।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
চলন্ত ট্রেনে ঝাপ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন নারী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
