আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপে নিজ দেশের নাগরিকদের যেতে নিষেধাজ্ঞা দিতে পারে ইসরায়েলের সরকার। এমনটাই দাবি করা হয়েছে আরব নিউজের প্রতিবেদনে। তারা বলছে, নিরাপত্তাহীনতার কারণে ইসরায়েলি নাগরিকদের কাতার আসতে দিতে চায় না ইসরায়েলি নিরাপত্তা সংস্থা।
২০২২ কাতার বিশ্বকাপে ইসরায়েল কোয়ালিফাই করতে না পারলেও এই বিশ্বকাপ দেখা নিয়ে তাদের আগ্রহের কমতি নেই। কাতার বিশ্বকাপে খেলা দেখতে প্রায় ১৫ হাজারের মতো ইসরায়েলি নাগরিক টিকেট কিনেছে।স্পোর্টস এজেন্সিগুলোর ধারণা, কাতার বিশ্বকাপের সময় সে দেশটাতে অন্তত ২৫-৩০ হাজার ইসরায়েলি নাগরিক ভ্রমণ করতে পারে। তবে তাদের আসাটা নির্ভর করছে ইসরায়েলি সরকারের মর্জির উপরে।
বিশ্বকাপের সময় নিজেদের নাগরিকদের কাতারে যেতে দেওয়া হবে কি-না, এ বিষয়ে আগামী সপ্তাহে জরুরি মিটিং ডেকেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল।দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাতার সে দেশের নাগরিকদের জন্য নিরাপদ নয়। ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকিতে কাতার বিশ্বকাপে ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা দিতে অপারগ সে দেশের সরকার।
কারণ দোহার সঙ্গে কোন ধরণের কূটনৈতিক সম্পর্ক নেই তেল আবিবের। এছাড়াও ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক সংগঠন হামাসের সঙ্গে সুসম্পর্ক রয়েছে কাতারের। কাতার বিশ্বকাপ দেখতে কাতারের মিত্র দেশ ইরান থেকেও ঘটবে বিশাল দর্শক সমাবেশ, যা দেশটির নাগরিকদের নিরাপত্তার জন্য হতে পারে হুমকিস্বরুপ।
ইসরায়েল টুডের প্রতিবেদনে বলা হয়েছে , এটা কোনো সাধারণ নিরাপত্তা চ্যালেঞ্জ না। এর জন্য প্রয়োজন কাতার কর্তৃপক্ষের সহযোগিতা, যা এখনও নিশ্চিত নয়; যেটা বড় একটা চ্যালেঞ্জ। নিরাপত্তা নিয়ে আলোচনার পর আমরা জানতে পারব এটা করা যায় কি না ও কীভাবে। ইসরায়েলি নিরাপত্তা বিবেচনায় কোনো চুক্তি না হলে, কাতার ভ্রমণ এড়ানোর সুপারিশ থাকতে পারে।
সর্বশেষ ১৯৭০ সালের মেক্সিকো আসরে খেলতে দেখা গিয়েছিল ইসরায়েলকে বছরের ২১ নভেম্বর ২০২২ কাতার বিশ্বকাপের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় বিকাল ৪টায় মুখোমুখি হবে কাতার ও ইকুয়েডর। কাতার বিশ্বকাপের উদ্বোধনী দিনে আরো তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
চলন্ত ট্রেনে ঝাপ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন নারী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
