ওমানের ধোফারে বৃহস্পতিবার থেকেই চলছে নিম্নচাপ। শুক্রবার পুরো এলাকাজুড়ে শুরু হয়েছে প্রবল বাতাসের সাথে ভারী বর্ষণ। দেশটির পাবলিক অথরিটি অব সিভিল এভিয়েশন (প্যাকা) জানিয়েছে, শুক্রবার সকাল থেকে পুরো এলাকাজুড়ে শুরু হয়েছে প্রবল বাতাসের সাথে প্রচণ্ড বৃষ্টিপাত। এখন পর্যন্ত একশ মিলিমিটারের বেশি পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ আরও এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। আগামী শনিবার পর্যন্ত এই নিম্নচাপ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত বাড়তে পারে। নিম্নের ছবিতে দেখুন সালালার কিছু চিত্রঃ-










https://www.youtube.com/watch?v=2t39xr0HENU
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















