কেনাকাটায় অনলাইনের মাধ্যমে পেমেন্ট বাধ্যতামূলক করে নতুন আইন জারী করেছে ওমান সরকার। এখন থেকে দেশটির ৮ টি বাণিজ্যিক খাতে কেনাকাটায় ক্রেতাদের অনলাইনের মাধ্যমে বিল পরিশোধ বাধ্যতামূলক। রবিবার (১৭-এপ্রিল) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাদ্যদ্রব্য, সোনা ও রৌপ্য, রেস্তোরাঁ, শাকসবজি ও ফলের দোকান, ইলেকট্রনিক, বিল্ডিং উপকরণ এবং তামাকজাত দ্রব্য বিক্রির পাশাপাশি শিল্প অঞ্চল, কমপ্লেক্সে বা মলে এ সিদ্ধান্ত মেনে চলতে হবে।
নতুন এই আইনটি বাস্তবায়নে ইতিমধ্যেই উপরে উল্লেখিত প্রতিষ্ঠানে অনলাইন পেমেন্ট নিশ্চিত করতে বলা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, গ্রাহকরা অনলাইন বা নগদ অর্থ প্রদানের মধ্যে যেটিতে সাচ্ছন্দবোধ করতে সেই মাধ্যমে অর্থ প্রদান করবে।
তবে দেশের সকল দোকান ও আউটলেটগুলিতে ইলেকট্রনিক পেমেন্ট পরিষেবা রাখা বাধ্যতামূলক। কোনো দোকানে অনলাইন পেমেন্ট সিস্টেম না থাকলে ১০০ রিয়াল জরিমানার বিধান করা হয়েছে। নতুন এই আইনটি গেজেট আকারে প্রকাশিত হওয়ার ৩০ দিন পর কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
