ওমানের ধোফার অঞ্চল সালালাতে বৃহস্পতিবার থেকেই চলছে নিম্নচাপ। শুক্রবার পুরো এলাকাজুড়ে শুরু হয়েছে প্রবল বাতাসের সাথে ভারী বর্ষণ। দেশটির পাবলিক অথরিটি অব সিভিল এভিয়েশন (প্যাকা) জানিয়েছে, শুক্রবার সকাল থেকে পুরো এলাকাজুড়ে শুরু হয়েছে প্রবল বাতাসের সাথে প্রচণ্ড বৃষ্টিপাত। এখন পর্যন্ত একশ মিলিমিটারের বেশি পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ আরও এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। আগামী শনিবার পর্যন্ত এই নিম্নচাপ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত বাড়তে পারে।
পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স (প্যাকডা) জানিয়েছে যে, সালালার আইন রাজাত অঞ্চলে সাতজন আটকা পড়েছে বলে জানা গেছে। উদ্ধারকারী দল পাঁচ জনকে বাঁচাতে সক্ষম হয়েছে এবং এর মধ্যে দু’জন লোক স্রোতে ভেসে গেছে।
এদিকে ইতিমধ্যেই ওমানে শুক্রবার সালালাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টিপাতের কারণে প্রবাল স্রোতে দুইজন নিখোঁজ হলেও একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আরওপি জানিয়েছে, “আইন রাজাত অঞ্চলে দু’জন ডুবে যাওয়ার পরে তাদের একজনের লাশ পাওয়া গেছে। অন্য ব্যক্তির সন্ধান চলছে ”
আরও পড়ুনঃ ওমানে রয়্যাল কোর্টের নতুন আইন জারি
তবে আশার কথা জানিয়েছে কর্তৃপক্ষ, তারা বলেছে এই নিম্নচাপ স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেলেও তেমন তীব্র হবে না। মূলত আরব সাগর থেকে এই নিম্নচাপের উৎপত্তি। এই নিম্নচাপ চলাকালীন ধোফারের বিভিন্ন অংশে বাড়ি বৃষ্টিপাতসহ তীব্র বাতাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















