ওমানে মাদক চোরাচালানের অভিযোগে দুই প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়েল ওমান পুলিশ (আরওপি)। শুক্রবার আরওপি-র অনলাইনে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে: মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সাইকোট্রোপিক সাবস্টিকেশনের সহযোগিতায় ওমানের উত্তর আল-বাতিনা পুলিশ প্রশাসন দুই প্রবাসী চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে। ঐই দুই প্রবাসী মাদক পাচারের আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলো বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। সূত্র: টাইমস অব ওমান
আরও পড়ুনঃ ওমানে সীমিত আকারে চালু হচ্ছে দূতাবাসের পাসপোর্ট সেবা কার্যক্রম
এদিকে, দক্ষিণ আল বাতিনা অঞ্চলে সুপ্রিম কমিটির আইন অমান্য করে জনসমাগম করার অপরাধে প্রচুর প্রবাসীকে গ্রেফতার ও জরিমানা করেছে দক্ষিণ আল বাতিনা পুলিশ হেড কোয়ার্টার।
https://www.youtube.com/watch?v=iifmkELwXNw
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
