মধ্যপ্রাচ্যের দেশ ওমানে নতুন একটি ট্র্যাফিক আইন জারী করেছে দেশটির সরকার। এক বিবৃতিতে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, নতুন আইন অনুযায়ী এখন থেকে দেশটির ওমানি নাগরিক অথবা প্রবাসী, সকলেই তাদের গাড়ির মালিকানা অনলাইন পদ্ধতিতে এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কাছে খুব সহজেই হস্তান্তর করতে পারবেন৷
নতুন এ পরিষেবা সম্পর্কে আরওপি জানিয়েছে, পরিষেবাটি শুধুমাত্র প্লেট নম্বরসহ ব্যক্তিগত যানবাহন স্থানান্তর করা যাবে। তবে অবশ্যই গাড়ির লাইসেন্স বৈধ হতে হবে। গাড়ি হস্তান্তরে অবশ্যই প্রদানকারীকে গাড়ী বীমা করতে হবে। সেক্ষেত্রে মাস্কাট ইন্স্যুরেন্স কোম্পানি, ন্যাশনাল লাইফ অ্যান্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, তাকাফুল ওমান ইন্স্যুরেন্স, সৌদি আরব ইন্স্যুরেন্স কোম্পানি, নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ভিশন ইন্স্যুরেন্সের মাধ্যমে এই বীমা করতে পারবে গাড়ীর মালিকরা।
সম্মতিতে স্বাক্ষর করা এবং পরিবহন ফি প্রদানের কাজটি ক্রেতাকে অবশ্যই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে করতে হবে এবং ক্রেতাকে অবশ্যই ডিজিটাল মাধ্যমে স্বাক্ষর করতে হবে। আরওপি আরো জানিয়েছে, একজন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির নামে গাড়ি স্থানান্তর করা যাবে না। এতে অবশ্যই অভিভাবকের উপস্থিত থাকতে হবে।
যদিও প্রবাসীদের জন্য একটি বৈধ আবাসিক কার্ড অর্থাৎ পতাকা এবং ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে। তবে নাবালক বা অপ্রাপ্ত বয়স্ক কোনো ব্যক্তির নামে গাড়ির মালিকানা স্থানান্তর করতে হলে অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক বলে জানিয়েছে আরওপি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই আইনের ফলে উপকৃত হবেন দেশটির নাগরিকদের পাশাপাশি প্রবাসীরাও।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
ওমান থেকে টাকার মেশিনটি বাক্সবন্দী হয়ে দেশে ফিরছে!
ওমানে ব্যাংক থেকে টাকা চুরির অভিযোগে চার প্রবাসী গ্রেপ্তার
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
