ইউক্রেন সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিবে রাশিয়া। গত সোমবার ঢাকায় রুশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব বাংলাদেশি শিক্ষার্থী ইউক্রেনে উচ্চশিক্ষা গ্রহণের মতো অবস্থায় নেই, তারা রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা চালিয়ে যেতে পারবেন। যাঁরা রাশিয়ায় তাঁদের পড়াশোনা স্থানান্তরে আগ্রহী তাঁদের ঢাকায় রুশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।
আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই রাশিয়ায় কোন অঞ্চলের কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, সেসব তথ্যসহ ইউক্রেনের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত নথির একটি কপি, শিক্ষার্থীর আইডি কার্ড ও রেকর্ড বুকের কপি জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, ইউক্রেনে প্রায় এক হাজার বাংলাদেশি রয়েছেন। যাদের বেশির ভাগই শিক্ষার্থী।
ইউক্রেন যুদ্ধে দেশটিতে বসবাসরত অনেক শিক্ষার্থী এরই মধ্যে অন্যত্র চলে গেছেন। অনেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোতে ভর্তির সুযোগ খুঁজছেন। কেউ কেউ এরই মধ্যে ভর্তি স্থানান্তরের সুযোগ পেয়েছেন।
আরো পড়ুন:
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
রমজানে ওমানের বাংলাদেশ দূতাবাসে নতুন অফিস সূচি
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
