ওমানের আল দাহেরিয়া অঞ্চলে সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অমান্য করায় বেশ কয়েকজনের বিরুদ্ধে জরিমানা করেছে রয়্যাল ওমান পুলিশ। বুধবার রয়্যাল ওমান পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে: “সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অমান্য করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। লঙ্ঘনগুলির মধ্যে ছিলো, বিভিন্ন স্থানে জনসমাগম করা, মাস্ক না পরে বাসা থেকে বাহিরে বের হওয়া, নির্দেশনার বেশি ব্যক্তি নিয়ে মসজিদে নামাজ পড়া।”
আরও পড়ুনঃ ওমানে লকডাউন খুলে দেওয়া হচ্ছে
এছাড়াও যে দোকানগুলিতে সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রাখার নির্দেশ ছিলো সেই দোকান খোলার দায়ে জরিমানা করা হয়। পাবলিক প্রসিকিউশনের নতুন আইন অনুসারে, সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানগুলো খোলা হলে তিন হাজার রিয়াল জরিমানা ও পাঁচ জনের বেশি মানুষ জমায়েত হলে একশ রিয়াল জরিমানা করার নির্দেশ রয়েছে।
https://www.youtube.com/watch?v=H320x19a9VA
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















