আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস পবিত্র রমজান। এ মাসকে ঘিরে গোটা বিশ্বের মুসলমানদের মাঝে এক আনন্দ এবং উৎসব বিরাজ করে। আরব দেশ গুলোর বড় বড় সব শপিংমল গুলোতে চলে অফারের ছড়াছড়ি। এছাড়াও ইফতার, তারাবী ও সেহরি নিয়ে তো বিশেষ আয়োজন গোটা মুসলিমদের মাঝেই থাকে।
বিগত দুইটি বছর করোনা মহামারীর কারণে পবিত্র রমজান মাসে তেমন একটা উৎসবের আমেজ দেখা না গেলেও এবছর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে। ইতিমধ্যেই ওমানের ধর্ম মন্ত্রণালয় দেশটির সকল নাগরিক ও প্রবাসীদেরকে আগামী পহেলা এপ্রিল রমজানের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে।
দেশটির ধর্ম বিষয়ক জানিয়েছে, “ওমানে আগামী ২ এপ্রিল থেকে রমজান শুরু হবার সম্ভাবনা রয়েছে। তাই পহেলা এপ্রিল শুক্রবার সকল নাগরিকদের রমজানের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। একই সাথে রমজানে সকল নাগরিকদের ওমান সুপ্রিম কমিটির সকল নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে রমজানের চাঁদ দেখা গেলে নিম্নলিখিত ফোনে কল করতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। ফোন নাম্বার: 24644070, 24644037, 24694400, 24644015 এবং 24695551।
উল্লেখ্য: চাঁদ দেখার গুরুত্ব এবং ফযিলত সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসে বর্ণনা এসেছে। বুখারির একটি হাদিসে এসেছে, রাসুল (সা.) ইরশাদ করেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশে মেঘ থাকে, তাহলে গণনায় ৩০ পূর্ণ করে নাও।’ অর্থাৎ রমজান শুরু কিংবা ঈদ করার ব্যাপারটা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। কোনো এলাকায় চাঁদ দেখা না গেলে তাদের জন্য রোজা রাখা নিষিদ্ধ।
চাঁদ দেখা যাওয়ার ক্ষেত্রে কোনো এলাকার প্রত্যেকে দেখা জরুরি নয়। বরং বিশ্বস্ত কোনো ব্যক্তি দেখলেও রোজা শুরু করার অবকাশ রয়েছে। কেউ কেউ মনে করেন, এই হাদিসের মাধ্যমে একই দিনে বিশ্বব্যাপী রোজা ও ঈদ পালন করা সাব্যস্ত হয়। তাদের দাবি, মহান আল্লাহ মধ্যপ্রাচ্যকে মধ্যস্থল বানিয়েছেন। তাই সেখানে চাঁদ দেখা গেলে সারা বিশ্বে রোজা ও ঈদ পালন করতে হবে! তবে এ ব্যাপারে আলেমদের মাঝে মত পার্থক্য রয়েছে।
আরো পড়ুনঃ
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
