রক্ষণশীলতার খোলস থেকে বেরিয়ে রাষ্ট্রীয় এবং ধর্মীয় নীতিতে বেশ পরিবর্তন আনছে মুসলিম প্রধান দেশ সৌদি আরব। সৌদি নারীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার পথে শুরু থেকেই সহায়ক ভূমিকা রাখছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
তিনি ক্ষমতায় আসার পরই তাদের দেশের নারীদের প্রথমবারের মতো গাড়ি চালানোর পাশাপাশি বিদেশে একা ভ্রমণের অনুমতি দেন। এমনকি স্টেডিয়ামে বসে খেলা দেখা এবং সমুদ্র সৈকতে অবাদে ঘুরাফেরার বাধাও তুলে নেন তিনি। রক্ষণশীল সৌদি আরবে সামাজিক সংস্কারে বিগত বছরগুলোতে ব্যাপক উদ্যোগ নিয়েছেন যুবরাজ সালমান।
ইতিমধ্যেই নারীদের ওমরাহ পালনে দীর্ঘদিনের রীতিতে পরিবর্তন করে নতুন আইন করেছে দেশটির সরকার। এখন থেকে পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই দেশটির ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীরা ওমরাহ পালনে যেতে পারবেন। তবে এক্ষেত্রে শর্ত আরোপ করে বলা হয়েছে, পুরুষ সঙ্গীহীন ওইসব নারীদের একটি দল বা গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে ওমরাহ পালনে যেতে হবে। খবর গালফ নিউজের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
