জরিমানা ছাড়া আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত ওমানের সকল প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের সুযোগ দিচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সোমবার (২১-মার্চ) ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, “প্রবাসীরা আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া নিজেদের ওয়ার্ক পারমিট বা রেসিডেন্স কার্ড নবায়ন করতে পারবেন। তবে অবশ্যই তাদের দ্রুত ওয়ার্ক পারমিট নবায়ন করতে হবে।

এ ব্যাপারে ওমানের কয়েকটি সানাদ অফিসে কথা বলে জানাগেছে, মূলত আগামী পহেলা জুলাই পর্যন্ত সকল প্রবাসীদের কাজের ভিসা ফি ৮৫ শতাংশ কমিয়েছে ওমান সরকার। এই সুযোগ যাতে করে প্রবাসীরা নিতে পারে, সেই কারণেই জুন পর্যন্ত ভিসা নবায়নে ছাড় দিয়েছে ওমান সরকার।
অর্থাৎ যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে অথবা আগামী জুনের মধ্যে শেষ হবে, তারা কোনো ধরণের জরিমানা ছাড়া-ই পুনরায় ভিসা নবায়ন করতে পারবেন। একইসাথে ওমান সরকার ঘোষিত ৮৫ শতাংশ কম খরচেও ভিসা নবায়নের সুবিধা গ্রহণ করতে পারবেন প্রবাসীরা। তবে সেক্ষেত্রে অবশ্যই উক্ত কোম্পানিকে ওমানিকরনের শর্ত পূরণ থাকতে হবে এবং ওমান সরকার নির্দেশিত কোম্পানি আইন যথাযথ মেনে চলতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















