১৫ মার্চকে ইসলামভীতি প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে জাতিসঙ্ঘ। গত ১৫-মার্চ জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে সর্বসম্মতি ক্রমে এ সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হওয়ার ফলে এটা সম্ভব হয়েছে। এই দিনটিকে ইসলাম ও মুসলমানদের জন্য ষোষণা করায় জাতিসংঘকে স্বাগত জানিয়েছে ওমান।
জাতিসংঘের সাধারণ পরিষদে “ইসলাম বিরোধী ঘটনা মোকাবিলা” শীর্ষক এক আলোচনা সভায় জাতিসংঘের ওমানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ বিন আওয়াদ আল হাসান তার বক্তব্যে জাতিসংঘকে স্বাগত জানান। তার ভাষণে উঠে এসেছে গোটা বিশ্বে ইসলাম ও মুসলমানদের বিভিন্ন নির্যাতনের কথা।”
তিনি আরো বলেন, “সকল দেশকে অসহিষ্ণুতা না করা ও এই ধরণের কাজ করা ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন। ইসলাম ও মুসলমানদের প্রতি শত্রুতার জন্য সারা বিশ্বের অনেক মানুষের জীবন ও অধিকার শেষ হয়েছে। তাই এই সমস্যা মোকাবিলায় ও মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে অবমূল্যায়ন বন্ধ করার আহ্বান জানান তিনি।
আরো পড়ুনঃ
- যেসব ভিসার ফি কমালো ওমান
- ওমানে পিতামাতাদের উদ্দেশ্যে পুলিশের নতুন আইনি জারি
- সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
- ইউক্রেনের বাঙ্কারে আটকা পড়েছে ২ বাংলাদেশি শিক্ষার্থী
দুবাই প্রবেশে করোনা পরীক্ষা নিয়ে ধুম্রজাল, জেনে নিন সর্বশেষ শর্তগুলো
উল্লেখ্য: ২০১৯ সালের ১৫ মার্চ তারিখে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দু’মসজিদে উগ্রবাদী হামলার ঘটনাকে স্মরণ করে এ প্রস্তাব উত্থাপন করা হয়। ওই সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দু’মসজিদে এ বন্দুকধারী (খ্রিস্টান) ব্যক্তির উগ্রবাদী হামলার কারণে ৫১ (মুসলিম) ব্যক্তি নিহত ও ৪০ জন আহত হন।
১৫ মার্চকে ইসলামভীতি প্রতিরোধ দিবস ঘোষণা করার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের সভাকক্ষে পাকিস্তানের প্রতিনিধি বলেন, মুসলিমবিরোদী বৈষম্য, শত্রুতা ও সহিংসতা মানবতাবিরোধী অপরাধ। এটা ধর্ম ও বিশ্বাসের সংক্রান্ত অধিকারের লঙ্ঘন। বর্তমান সময়ে এ বিষয়টা খুবই ভয়াবহ। এটা এক ধরনের বর্ণবাদ। এ কারণে মুসলমান ব্যক্তিরা খারাপ ধারণা, বিদেশাতঙ্ক ও নিম্ন ধরনের আচরণের শিকার হচ্ছেন। এছাড়া মুসলিম নারীরা তাদের ধর্মীয় পোষাক পরার কারণে নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















