মহামারি করোনা সংক্রান্ত সব ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাজ্য। গতকাল সোমবার (১৪ মার্চ) ব্রিটেন সরকার এই ঘোষণা দিয়েছে। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বলা হয়, স্টার সানডে (২১ মার্চ) সামনে রেখে আগামী শুক্রবার থেকে যুক্তরাজ্যে ভ্রমণকারীদের ওপর করোনা সংক্রান্ত যে বিধি-নিষেধ ছিল সেগুলো প্রত্যাহার করা হবে।
এ বিষয়ে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন, বিধিনিষেধ প্রত্যাহারের পর মানুষজন পূর্বের দিনগুলোর মতো ভ্রমণ করতে পারবে। করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করলেও ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে সংক্রমণ জানুয়ারি শেষের পর বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া প্রত্যাশিত। কারণ, গত ২৪ ফেব্রুয়ারি করোনা সংক্রান্ত সব অভ্যন্তরীণ বিধি-নিষেধ শিথিলের পর মানুষজন আগের থেকে বেশি সামাজিক মেলামেশা করছে।
এদিকে, ভার্জিন আটলান্টিক এবং ব্রিটিশ এয়ারওয়েজসহ যুক্তরাজ্যের বিমান সংস্থাগুলো এমন সিদ্ধান্তে স্বাগত জানিয়ে বলেছে, কিছু বিমান রুটে তারা মাস্ক পরিধান করার বিধান শিথিল করা শুরু করেছেন।
আরো পড়ুনঃ
- যেসব ভিসার ফি কমালো ওমান
- বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মী নিতে চায় রোমানিয়া
- সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
- ইউক্রেনের বাঙ্কারে আটকা পড়েছে ২ বাংলাদেশি শিক্ষার্থী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















