ওমানে মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন ৩৪৮ জন ব্যক্তি সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়, নতুন আক্রান্ত ৩৪৮ জনের মধ্যে ১৭৭ জন প্রবাসী এবং ১৭১ জন ওমানি নাগরিক। নতুন আক্রান্ত সহ মোট আক্রান্ত ৮,১১৮জন। মোট সুস্থ ২,০৬৭ জন এবং মৃত্যু ৩৭ জন।
এদিকে ওমানে করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর অবস্থানে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যেই ঈদের প্রথম দিন দেশটির বিভিন্ন অঞ্চল থেকে ১৩৬ জনকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। ওমান সুপ্রিম কমিটির দেওয়া স্বাস্থ্যবিধি অমান্য করলেই জেল ও মোটা অংকের জরিমানার আইন রয়েছে দেশটিতে।
সোমবার (২৫-মে) রয়েল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, করোনাভাইরাস মোকাবেলায় দেশটির সুপ্রিম কমিটি বেশ কিছু নির্দেশনা দিয়েছে ওমানের সাধারণ মানুষের জন্য। যেগুলো মেনে না চললে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সুপ্রিম কমিটি। কিন্তু সম্প্রতি এই সিদ্ধান্ত লঙ্ঘনের অপরাধে ঈদ-উল ফিতরের প্রথম দিনেই ১৩৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ওমান পুলিশ।
আরও পড়ুনঃ সৌদিতে শিথিল হচ্ছে লকডাউন, চালু হচ্ছে ফ্লাইট
মাস্কাট কর্তৃপক্ষ জানিয়েছে, আল আনসাবের ক্রিকেট খেলায় অংশগ্রহণের অভিযোগে ৩৪ প্রবাসীকে গ্রেপ্তার করে ওমান পুলিশ। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও ঘালা শিল্পাঞ্চলে নামাজ আদায়ের পর জনসমাগম করার দায়ে ৪০ জন কে গ্রেপ্তার করেছে এবং আল খুদের একটি বাসার ছাদে ঈদের অনুষ্ঠান করার দায়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ওমান পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
