ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা আর পশ্চিমা দেশগুলোর আরোপিত একের পর এক নিষেধাজ্ঞা যেন একসঙ্গেই চলছে। কঠোর সব নিষেধাজ্ঞা সত্ত্বেও মস্কোর পিছু হটার কোনো লক্ষণ নেই। এই পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র।
এদিকে আজ ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, দুবাই মার্কেন্টাইল এক্সচেঞ্জে (ডিএমই) ওমানের তেলের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১২৫.১৬ মার্কিন ডলারে। যা দেশটির জন্য নতুন রেকর্ড।
রাশিয়া তেলের ওপর নিষেধাজ্ঞা জারি হলে বিশ্ব বাজারে তেলে দাম ২০০ মার্কিন ডলারে পৌঁছানোর আশংকা করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে,“ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘর্ষের প্রভাব বিশ্ব বাজারের তেলের উপর পড়তে পারে। পশ্চিমারা রাশিয়ায় জ্বালানি তেল রপ্তানি বন্ধ করে দিলে বিশ্ব বাজারে এর একটি বড় প্রভাব পড়বে।”
এদিকে, রাশিয়ার তেলের উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নিষেধাজ্ঞা এবং ইরানের পারমাণবিক আলোচনায় বিলম্ব হওয়ার কারণে বিশ্ব বাজারে তেলে দাম ১০ শতাংশ বেড়ে ১৩০.৮৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়াও ওমানে আজ অপরিশোধিত তেলে দাম দাঁড়িয়েছে ১২৫ ডলার।
আর এই ঘোষণার পর জ্বালানি তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ দরে উঠেছে। অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেল প্রতি ১৩৯ মার্কিন ডলার ছুঁয়েছে। সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এই পর্যায়ে উঠেছিল। অবশ্য ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই জ্বালানি পণ্যের দাম বেড়েই চলছিল। আর তাই রাশিয়ার ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার পর তেল সংকট সামলাতে সৌদি আরব আর ভেনেজুয়েলার দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আরও বেশি জ্বালানি তেল উত্তোলন করার জন্য সৌদি আরবকে অনুরোধ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যের এই দেশটিতে একটি সফরের পরিকল্পনা করছেন বলে জানা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, বসন্তে (মার্চ থেকে জুন মাসের মধ্যে) সৌদি আরবে সফর করতে পারেন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার হামলা শুরুর পর বিশ্বে তৈরি হওয়া জ্বালানি সংকট সামলাতে কার্যত হিমশিম খাচ্ছে ওয়াশিংটন।
তবে হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, এরকম কোনো সফরের পরিকল্পনা এখনও হয়নি। তিনি বলেছেন, এখন অনেক বিষয়েই অপরিপক্ব জল্পনা-কল্পনা করা হচ্ছে। এদিকে ইউক্রেনে রুশ হামলার পর বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন বলে জানা যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
