ওমানে চলতি মাসেই শুরু হচ্ছে মাস্কাট মেট্রো রেলের সমীক্ষা। মাস্কাট পৌরসভার সহযোগিতায় ও আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের জাতীয় নগর উন্নয়ন কৌশলের বাস্তবায়নের অংশ হিসেবে চলবে এই সমীক্ষা।
দেশটির আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রী ইঞ্জিনিয়ার ইব্রাহিম বিন হামুদ আল ওয়াইলি বলেন, “আগামী ২০৪০ সালের মধ্যে ওমানের জনসংখ্যা প্রায় ৭.৫ মিলিয়নে পৌঁছাবে এমন সম্ভাবনা রয়েছে। যেখানে মাস্কাটেই বসবাস করবে প্রায় এক মিলিয়ন নাগরিক।
এই দৃষ্টিকোণ থেকে আমরা পরিবহনে বিকল্প ব্যবস্থা আনতে চাচ্ছি। যেকারণেই মাস্কাটে শুরু হচ্ছে মেট্রো রেল। মেট্রো প্রকল্পের সম্ভাব্যতা যাচায়ে চলতি মাস থেকে শুরু হচ্ছে এই সমীক্ষা। এটি চলবে আগামী এক বছর। তারপরে মেট্রোর রুট নির্ধারণ করা হবে।
তিনি আরো বলেন, “মেট্রোটি রাজধানীর বেশ কয়েকটি এলাকা হয়ে রুই পর্যন্ত চলবে। মেট্রোর জন্য কাঠামোগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মেট্রোটি কোন রুটে চলাচল করবে সেটিও বাস্তবায়ন করা হবে। এই সমীক্ষার পরে, আমরাও সিদ্ধান্ত নিতে পারব যে মেট্রো রেল মাটির উপরে না নীচ দিয়ে চলবে।”
মেট্রোর সমীক্ষা পরিচালিত হবে পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিবহনের আন্ডার সেক্রেটারি খামিস আল শাম্মাখির নিয়ন্ত্রণে। এই কমিটি সিদ্ধান্ত নেবে কীভাবে মেট্রো নির্মাণ করা হবে এবং এর অর্থনৈতিক সম্ভাব্যতাও।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















