মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করোনা আইন কিছুটা শিথিল করা হয়েছে। এখন থেকে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে যাত্রীদের অনলাইনে করোনা নিবন্ধন করার প্রয়োজন হবেনা। সম্প্রতি এক নতুন সার্কুলারে এই তথ্য জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)।
সিএএ জানিয়েছে, “দেশটির সুপ্রিম কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন এই সিদ্ধান্ত জারি করেছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ওমান প্রবেশের আগে পূর্বের ন্যায় ই-মুশরিফ বা ওমান স্বাস্থ্যমন্ত্রনালয়ের ওয়েবসাইটে যেয়ে নিবন্ধনের প্রয়োজন নেই। তবে ওমান প্রবেশের পূর্বে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে ভ্রমণকারীদের। সেগুলো হলো।
১. ১৮ বছর বা তার বেশি বয়সী যাত্রীদের ওমানের প্রবেশের সময় ভ্যাকসিন গ্রহণের সনদপত্র সাথে নিয়ে আসতে হবে। যাতে করে তারা ওমানের অনুমোদিত করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে তা প্রমাণ করে।
২. ওমানে ভ্রমণকারী ১৮ বছর বা তার বেশি বয়সী যাত্রীদের করোনার পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ ও স্বাস্থ্য বীমা থাকতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
