ওমান ভ্রমণে যাত্রীদের করোনার পিসিআর পরিক্ষার সনদ দেখাতে হয় বিমানবন্দরে। তবে এই ব্যবস্থাকে আরো সহজ করতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন নিয়ম জারি করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে করোনার পিসিআর পরিক্ষার কিউআর কোড দেখালেই যাত্রীদের ওমানে প্রবেশ করতে দেওয়া হবে। এরজন্য মুদ্রণ কপির কোনো প্রয়োজন নেই। বুধবার (১৬-ফেব্রুয়ারি) এক বিবৃতিতে
মন্ত্রণালয় জানিয়েছে, “যাত্রীদের করোনার পিসিআর পরিক্ষার নেগেটিভ সনদের কিউআর কোড দেখালেই ওমানে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এর জন্য পরিক্ষার মূদ্রণ কপি সাথে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। তারাসুদ অ্যাপের মাধ্যমে সকল যাত্রীদের পিসিআর পরিক্ষার ফলাফল নিবন্ধন করতে হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
