বাংলাদেশ সরকার ইউক্রেন প্রবাসী বাংলাদেশীবৃন্দকে বর্তমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ প্রদান করেছেন। এই নিরাপদ স্থান হতে পারে ইউক্রেনের বাইরে কোন নিরপেক্ষে দেশ অথবা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সংলগ্ন সীমান্ত এলাকা।
স্থিতাবস্থা প্রত্যাবর্তনের পূর্ব পর্যন্ত এই পরামর্শ বহাল থাকবে। রবিবার রাতে ইউক্রেন প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকার এক পরিপত্র জারি করে এই নির্দেশনা দিয়েছে।
উল্লেখ্য, যে কোনও মুহূর্তে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে বসতে পারে- পশ্চিমা শক্তিধর দেশগুলো থেকে এমন হুঁশিয়ারি পেয়ে এক ডজনেরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে। নাগরিকদের ফিরে আসতে বলা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি আছে।
যদিও আক্রমণের ইচ্ছে থাকার কথা অস্বীকার করছে রাশিয়া, কিন্তু ইউক্রেনের সীমান্তে এরইমধ্যে লাখ-খানেক সৈন্য মোতায়েন করেছে দেশটি। রুশ নেতা ভ্লাদিমির পুতিনকে ফোন করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন আক্রমণের চড়া মূল্য দিতে হবে রাশিয়াকে।
হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে যেকোনো সময় আক্রমণ হতে পারে, আকাশ থেকে বোমা মেরে আক্রমণ শুরু হতে পারে। রাশিয়া এই ধরনের অভিযোগকে “উস্কানিমূলক অনুমান” বলে চিহ্নিত করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।






















