দুইদিনব্যাপী ওয়ার্ল্ড ফোক মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করছে ওমান। এই ফেস্টিভ্যালে অংশ নিবেন বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা। দুই দিনব্যাপী গায়ক, নৃত্যশিল্পী, কবি ও সঙ্গীতশিল্পীরা তাদের বিভিন্ন অঞ্চলের অনন্য ঐতিহ্য উপস্থাপন করবেন এই অনুষ্ঠানে।
চলতি বছর এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবেন কোস্টারিকা, পোল্যান্ড এবং বাশকোর্তোস্তানের বিভিন্ন সাংস্কৃতিক দল। প্রতিটি সাংস্কৃতিক দল তাদের নিজেদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শন করবেন নিজেদের গান ও নৃত্যের মাধ্যমে। প্রতিটি পারফরম্যান্স একটি ভিন্ন সংস্কৃতির ঐতিহ্যে বহন করবে দর্শনার্থীদের মাঝে। এই ফেস্টিভ্যালের মাধ্যমে ওমানের সংস্কৃতিকে বহিঃ বিশ্বে ফুটিয়ে তুলতে পারবে এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা।
এবারের ওয়ার্ল্ড ফোক মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে ওমানের রয়্যাল অপেরা হাউজে। সুপ্রিম কমিটির দেওয়া স্বাস্থ্যবিধি মেনে এতে সাধারণ দর্শনার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানটি আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ওমানের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
