ওমানে ফের ধূলিঝড় ও সাগর উত্তালের এক পূর্বাভাষ দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। আজ এক বিবৃতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, ওমানের উত্তর ও পশ্চিমাংশে ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে। সেইসাথে বেশীরভাগ উপকূল অঞ্চলে সাগরের পানি ২ থেকে ৩ মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিস আরো জানিয়েছে, আল হালানিয়াতে অঞ্চলে ২৫ নটিক্যাল মেইল বেগে বাতাসের রেকর্ড করা হয়েছে। এছাড়াও কর্ণে আলমে ২৪, ফাহুদ অঞ্চলে ২১, দুকুম ও ইব্রি অঞ্চলে ১৯ এবং মাসিরাহ অঞ্চলে ১৮ নটিক্যাল মাইল বেগে বাতাসের রেকর্ড করা হয়েছে। দেশটির মরুভূমি অঞ্চলে ধূলিঝড়ের সম্ভাবনা বেশি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
