সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়ান এক যাত্রীর রেখে যাওয়া পাসপোর্ট যথা সময়ে পৌঁছে দিয়ে সততার জন্য সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার পেয়েছেন মুহাম্মদ নুরুল আমিন নামের এক বাংলাদেশি। সম্প্রতি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আহমেদ আলমিরি এ সম্মাননা প্রদান করেন।
নুরুল আমিন লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের আনোয়ার হোসাইনের ছেলে। পুরষ্কার পেয়ে তিনি বলেন, আমি গত ১১ বছর যাবৎ দুবাই বিমানবন্দরে বিমান ক্লিনিং সুপারভাইজার হিসেবে কর্মরত আছি। একজন বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে এমন পুরস্কার অর্জনে আমি সত্যিই আনন্দিত।

এদিকে, করোনাকালীন সময়ে কোভিড-১৯ সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে অসামান্য ভূমিকা পালন করায় ‘করোনা যোদ্ধা’ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিক জাসেদুল ইসলামকে সম্মাননা প্রদান করেছে ‘মেডি কিউ হেলথ কেয়ার’।
২০১০ সালে আমিরাতে পা রাখেন জাসেদুল ইসলাম। ২০২০ সালের মার্চে করোনা শুরু হওয়ার পর থেকে স্বেচ্ছাসেবক হিসেবে মেডি কিউ হেলথ কেয়ার যোগদান করেন তিনি। ২০২০ সালে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে জাসেদুল তিনবার করোনা পজিটিভ হয়েছিলেন। জাসেদুলের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে। তিনি রাজু চেয়ারম্যান বাড়ির মোহাম্মদ আবুল কালামের কনিষ্ঠ সন্তান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।






















