শারজাহ যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটি দেখিয়ে বাতিল করা হয় গালফ এয়ারের একটি ফ্লাইট। এতে বিপাকে পড়েন ২৮৬ যাত্রী। পরে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ করেন। রোববার রাতে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে জানা যায়, যাত্রীদের শান্ত করে রাতেই গালফ এয়ার কর্তৃপক্ষ হোটেলে পাঠায় এবং আজ (সোমবার) তাদের অন্য একটি ফ্লাইটে গন্তব্যে নেওয়ার আশ্বাস দেয়।
সূত্র আরও জানায়, গালফ এয়ারের ওই ফ্লাইটের ২৮৬ জন যাত্রীর মধ্যে শারজাহ ছাড়াও বাহরাইন ও সৌদি আরবের যাত্রীরা ছিলেন। তবে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গালফ এয়ারের উড়োজাহাজ ঢাকায় না আসতে পারায় ফ্লাইট বাতিল হয়। আর এতেই যাত্রীরা ক্ষুব্ধ হন। পরে বিমানবন্দরের বিভিন্ন সংস্থা যাত্রীদের শান্ত করে।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, রোববার রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রাতেই যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে। আজ তাদের ফ্লাইট রয়েছে বলে শুনেছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
