ওমানের আল দাখিলিয়াহ প্রদেশের হামরা এলাকায় ২৬ লাখ ওমানি রিয়ালের বেশি ব্যয়ে নির্মিত হচ্ছে পানি সাপ্লাই প্রকল্প। ওমান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার সার্ভিসেস কোম্পানি (ওডাব্লিউডা্বিলউএসসি) এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।
কোম্পানিটি আল হামরা প্রদেশে নতুন এই নির্মাণের প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রকল্পের প্রায় ৫০ শতাংশে কাজ শেষ হয়ে গিয়েছে। প্রকল্পটি বিদ্যমান এবং পরিকল্পিত আবাসন প্রকল্পগুলিকে অন্তর্ভুক্ত করেছে।
ফলে বৃহৎ নগর সম্প্রসারণ এবং আল হামরার এলাকাটি পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলতে পারবে বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। প্রকল্পটি আল হামরার এলাকার সকল গ্রাম এবং আবাসিক এলাকার চাহিদা পূরণ করে এবং আল হামরা ও বিলাদসাইত এলাকার ৮২ টি গ্রামের সকল বাসিন্দাদের নিরাপদ ও টেকসই পানি সাপ্লাই দিতে পারবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
