ওমানে নাগরিকদের আবাসিক খাতে বিদ্যুৎ বিলের শুল্ক কমিয়ে নিয়ে আসার সিদ্ধান্তে দেশটির প্রবাসী ও ওমানি নাগরিকদের বিদ্যুৎ বিল কমে আসবে বলে জানিয়েছে দেশটির অথরিটি ফর পাবলিক সার্ভিসেস রেগুলেশন (এপিএসআর)।
শনিবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, “চলতি মাস থেকে বিদ্যুৎ বিলের শুল্ক পর্যালোচনা এবং বিদ্যুৎ খাতের প্রভাব নিয়ে আলোচনা চলছে। আশা করা যাচ্ছে নতুন শুল্কে দেশটিতে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের আবাসিক বিদ্যুৎ বিলের পরিমাণ কমে আসবে।
চলতি বছর থেকে আবাসিক খাতে প্রবাসী এবং নাগরিকদের জন্য প্রতি কিলোওয়াট ১৯ পয়সার পরিবর্তে ১৪ পয়সা (০ থেকে ৪০০০ কিলোওয়াট) করে নির্ধারণ করা হয়েছে। এতে একজন প্রবাসী প্রতি মাসে ১ হাজার কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে ১৯ ওমানি রিয়ালের পরিবর্তে ১৪ ওমানি রিয়াল পরিশোধ করতে পারবেন।
কর্তৃপক্ষ আবাসিক খাতে এই ভর্তুকি পুনর্নির্দেশ কর্মসূচির সময়সীমাকে পাঁচ বছর থেকে দশ বছরে বাড়ানোর ঘোষণা করেছে। যেখানে শুল্ক বৃদ্ধির হার বার্ষিক ২ পয়সার বেশি নয় বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
