বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিষদ ওমান সালতানাত এবং ফেডারেল রিপাবলিক অফ সুইজারল্যান্ডের “গ্লোবাল হেলথ ফর পিস” শিরোনামের স্বাস্থ্য সুরক্ষার প্রস্তাবনা অনুমোদন করেছে। যা স্বাস্থ্য, সামাজিক সংহতি এবং শান্তিকে আরও সুসংহত করতে চায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাউন্সিল বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে। ওমান ও সুইজারল্যান্ডের উদ্যোগটি কাউন্সিলের সদস্য দেশগুলির কাছ থেকে সর্বোচ্চ সমর্থন পেয়েছে।”
ওমানের স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়েছে: “গ্লোবাল হেলথ ফর পিস” উদ্যোগের উপর ওমান এবং সুইজারল্যান্ডের প্রস্তাবটি ১৫০ তম চলতি অধিবেশনের কার্যনির্বাহী বোর্ডের সভায় অনুমোদিত হয়েছে।
এই উদ্যোগটি স্বাস্থ্য, সামাজিক সংহতি এবং শান্তির মধ্যে যোগসূত্রকে শক্তিশালী ও সক্রিয় করতে চায়। সাথে সাথে প্রত্যেকটি জাতীগোষ্ঠির ভূমিকার উপর দৃষ্টি নিবদ্ধ করে বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করে জনস্বাস্থ্য কর্মসূচি পালন করতে চায়।
এই উদ্যোগটি স্বাস্থ্য কর্মসূচির সাফল্য এবং সমঝোতা, অন্তর্ভুক্তি, অংশগ্রহণ এবং নেতৃত্বের মাধ্যমে স্বাস্থ্য শান্তি প্রতিষ্ঠা করতে চায়।
সূত্র : টাইমস অব ওমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
