এবার করোনায় আঘাত হানলো ওমানের জাতীয় ফুটবল দলে। ইতিমধ্যেই দলের ৬ জন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ওমান ফুটবল অ্যাসোসিয়েশন (ওএফএ)। আজ এক বিবৃতিতে ওএফএ জানিয়েছে, “আমাদের জাতীয় দলের তিন খেলোয়াড় জুমাআ আল হাবসি, আহমেদ আল কাবি এবং খালেদ আল বুরাইকি করোনা আক্রান্ত হয়েছেন।
তারা বিশ্বকাপ বাছাইপর্বের সপ্তম রাউন্ডে সৌদি আরবের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচ খেলবেন না। খেলোয়াড়দের নিরাপত্তা রক্ষার জন্য এবং বাধ্যতামূলকভাবে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।” ওএফএ আরো জানিয়েছে, “এর আগে এসাম আল সুবি, আব্দুল আজিজ আল ঘিলানি ও হানি আল কাসিমিও করোনায় আক্রান্ত হয়েছিলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
